কুমিল্লা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লার বাগমারা-বরল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেঘনা কোল্ড স্টোরেজ থেকে ৫ হাজার ব্যান্ডেল বা ২১ লক্ষ পিচ ডিম এবং ৮০০ ড্রাম বা প্রায় ২৪ হাজার কেজি মিষ্টি ও মিষ্টির সিরা উদ্ধার করা হয়।
অভিযানে অর্থদণ্ডের পাশাপাশি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ সকল পণ্য বাজারজাত করতে নির্দেশনা দেওয়া হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, লালমাই ও সদরের স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। লালমাই উপজেলা নির্বাহী অফিসার সার্বিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC