ফেব্রুয়ারি ২২, ২০২৫

শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫

অপূর্ব-নিহার নাটক দর্শকপ্রিয়তার তুঙ্গে, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি দর্শকদের

Rising Cumilla - Ziaul Faruk Apurba and Nazneen Niha
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পেয়েছে জনপ্রিয় নাটক ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।

নাটকটি মুক্তির পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র চার ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করার পর, বর্তমানে এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে এক নম্বরে।

‘মন দুয়ারী’ দেখে দর্শকরা এর গল্প, সিনেমাটোগ্রাফি এবং অভিনয়শিল্পীদের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই এটিকে বড় পর্দার সিনেমা হিসেবে উল্লেখ করেছেন এবং সিনেমা হলে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। পারিবারিক ক্লাইম্যাক্স, মনোমুগ্ধকর দৃশ্য এবং হৃদয়স্পর্শী গান নাটকটিকে দর্শকদের মন জয় করে নিয়েছে।

নাটকের গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব দাদীকে ‘বেটার লাইফ’ দেওয়ার জন্য গ্রামে ফেরেন। কিন্তু দাদী পারিবারিক বন্ধন ছেড়ে যেতে রাজি হন না। নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরাও এর বিরুদ্ধে দাঁড়ায়।

প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের ‘মন দুয়ারী’ যেন একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবেই দর্শকদের কাছে ধরা দিয়েছে। বড় বাজেট ও ক্যানভাসে নির্মিত এই নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন এবং প্রযোজক এসকে সাহেদ আলীও বেশ উচ্ছ্বসিত।

সৌখিন গণমাধ্যমকে বলেন, “আমাদের দর্শক ইমোশনাল এবং ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প পছন্দ করে। ‘মন দুয়ারী’তে সেই সবকিছুই রয়েছে।”

নাটকটিকে সিনেমা হিসেবে দেখার মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “আমি গল্প বলার চেষ্টা করেছি। নির্মাণের সময় এটি নাটক না সিনেমা, তা ভাবিনি। দর্শকদের ভালোবাসা দেখে মনে হয়, চেষ্টা বিফলে যায়নি।”

‘মন দুয়ারী’ নাটকের এই অভাবনীয় সাফল্য বাংলা নাটকের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। দর্শকদের ভালোবাসা প্রমাণ করে, ভালো গল্প এবং মানসম্পন্ন নির্মাণ পেলে নাটকও সিনেমাহলের মতো দর্শকপ্রিয়তা লাভ করতে পারে।