
এবার ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সিনেমা ‘রাজকুমার’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির দুটি গান, যেখানে শাকিব-কোর্টনির জুটি দর্শকদের মন ছুঁয়েছে।
সংবাদমাধ্যম অনুযায়ী এই জুটির প্রশংসায় পঞ্চমুখ শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘রাজকুমার’ সিনেমার ‘বরবাদ’ গানের একটি দৃশ্য শেয়ার করে অপু লিখেছেন, ‘মিষ্টি দেখতে।’
‘বরবাদ’ গানে নিউ ইয়র্কের সৌন্দর্যের পাশাপাশি বাংলাদেশের হলুদ সরিষা ক্ষেত ও রেলওয়ে স্টেশনের মনোরম দৃশ্য দেখা গেছে। শাকিব-কোর্টনির প্রেমময় রসায়নের সাথে বিরহের আঁচও ফুটে উঠেছে এই গানে।
উল্লেখ্য, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা. এজাজ প্রমুখ।