
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা ধরে রাখতে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে না যাওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতে যেন কোনো ধরনের শূন্যতা, প্রশাসনিক দুর্বলতা কিংবা কার্যক্রমে ব্যাঘাত না ঘটে—সে লক্ষ্যেই এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের সময় দেশব্যাপী আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন ও স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সীমিত ভ্রমণনীতি কার্যকর করা হয়েছে। নির্দেশনায় ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অতি জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে বলে জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC