সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন যে শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।
আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সেনাপ্রধান।
তিনি বলেন, "আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।"
সেনাবাহিনীর প্রতি আশা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, "আপনারা আমাদের সহযোগিতা করুন। চলমান আন্দোলনের সময় যত হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার করা হবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC