অর্ধযুগ আগে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী মালবিকা মোহানানের বলিউডে অভিষেক ঘটে। এরপর আর কোনো হিন্দি সিনেমায় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর ‘যুধরা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মালবিকা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
রবি উদয়ওয়ার নির্মিত ‘যুধরা’ সিনেমা গত ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে ‘সাথিয়া’ শিরোনামে একটি রোমান্টিক গান রয়েছে। এ গানে রোমান্স করতে দেখা যায় মালবিকা-সিদ্ধান্তকে। শুধু তাই নয়, এ জুটির একাধিক অন্তরঙ্গ দৃশ্য রয়েছে; যা নিয়ে অন্তর্জাল জোর চর্চা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মালবিকা।
সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দিয়েছেন মালবিকা। এ আলাপচারিতায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানান তিনি।
মালবিকা মোহানান বলেন, ‘গানটির শুটিং করার সময়ে অন্তরঙ্গ দৃশ্যের চেয়ে ঠান্ডার ব্যাপারে আমরা বেশি সজাগ ছিলাম। আমরা একাধিক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং করেছি, যেখানে চুম্বন দৃশ্য রয়েছে। আমরা ঢেউয়ের বিপরীতে ছিলাম, সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম এবং পানি হিমায়িত ছিল! সর্বশেষ আমাদের মনে কেবল চুম্বন ছিল।’
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাটা সহজ নয় উল্লেখ করে মালবিকা বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং স্বস্তি বোধ করা সহজ নয়। শুটিং সেটে এখন ইন্টিমেসি কো-অর্ডিনেটর রাখা হচ্ছে। এটি ভালো দিক। অন্তরঙ্গ হওয়ার প্রক্রিয়াটি, কাজটি করার মতো সহজ নয়। কিন্তু ইন্টিমেসি কো-অর্ডিনেটর কাজটি সহজ করে দিচ্ছে।’
চুম্বন দৃশ্যের ‘বিহাইন্ড দ্য সিন’ নিয়ে এই অভিনেত্রী বলেন, “আমরা যখন পরস্পরের কাছাকাছি ছিলাম, তখন আমাদের মনে হয়েছিল, ‘আমরা কি ঠিক আছি?’ আসলে খুবই ঠান্ডা ছিল। চুম্বন দৃশ্যের অধিকাংশ ‘বিহাইন্ড দ্য সিন’ দেখে খুবই বোকা বোকা লাগছিল এবং মজার ছিল।”
গানটিতে মালবিকা ও সিদ্ধান্তকে সাগরের পানিতে ও সৈকতে রোমান্স করতে দেখা যায়। একটি দৃশ্যে দেখা গেছে, মালবিকার পরনে বিকিনি, সারং। সিদ্ধান্তের গায়ে সাদা রঙের খোলা শার্ট। দু’জনেই সৈকত দিয়ে পরস্পরের দিকে ছুটে যান। এ দৃশ্যের বিষয়ে মালবিকা বলেন, ‘একই ফ্যাশনে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের রোমান্স দেখে দেখে বড় হয়েছি। সুতরাং এটি আমার জন্য অভিভূত হওয়ার মতো মুহূর্ত ছিল।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC