জানুয়ারি ২৯, ২০২৫

বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫

অনেকেই আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়—হিরো আলম

Rising Cumilla - Hero Alom
ছবি: সংগৃহীত

অনেকেই নাকি হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়। এবার এমনই মন্তব্য করেছেন হিরো আলম নিজেই।

হিরো আলম বলেন, ‘গত দুইদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কল আসছে, পোস্ট করছে, ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই।’

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর রামপুরায় নিজ অফিসে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা তর্ক-বির্তক চলছে। এর পাশাপাশি ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।

হিরো আলম বলেন, ‘ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা দেখিনি, মাঠে দেখিনি। দু-একটি স্ট্যাটাস দিতে দেখেছি। জনগণ মনে করে মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল। জনগণ ফারুকী ভাইকে মেনে নেয়নি।’

যেসব ছাত্র শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেত উল্লেখ করে আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘তাকে যে উপদেষ্টা বানিয়েছেন এর আগে কী একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন? সে দেশের জন্য কী করেছে?’

রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন জানিয়ে হিরো আলম বলেন, ‘আমি রাজনীতিতে আর ফিরব না। আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য কেউ করবেন না। কারণ আমি যদি উপদেষ্টা হতে চাই আপনারা বলবেন হিরো আলমের যোগ্যতা নেই, দেশের একটা অযোগ্য লোককে স্থান দিল আবার।’

শিক্ষা আর চেহারা ছাড়া কোনোদিকেই নিজে অযোগ্য নন দাবি করে তিনি বলেন, ‘হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। যেকোনো অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করে। এমন সবদিকেই যোগ্যতা আছে তার। শুধু দুইটা যোগ্যতা নাই- হিরো আলমের লেখাপড়া নাই, হিরো আলম দেখতে সুন্দর না।’