এপ্রিল ২, ২০২৫

বুধবার ২ এপ্রিল, ২০২৫

অনুষ্ঠিত হলো এফএসআইবিএল-এর কুমিল্লা জোনের বিজনেস রিভিউ মিটিং

Business review meeting of FSIBL's Comilla Zone held
ছবি: সংগৃহীত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ফেনীর একটি হোটেলে এই মিটিং অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকোভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আবদুস সালাম, পাবলিক অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কুমিল্লা অঞ্চলের প্রধান শামছুল করিম মজুমদার ও মার্কেটিং এন্ড বিজনেস ডেভোলপমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. খায়রুল হাসান সভায় বক্তব্য দেন।

কুমিল্লা অঞ্চলের ২১টি শাখার ম্যানেজার ও অপারেশন ম্যানেজার, ১৯টি উপশাখার ইনচার্জ, জেনারেল ব্যাংকিং ও বিনিয়োগ ইনচার্জসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করে।