এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে ৮৬০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে ৮৬০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে ৮৬০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭টি ইউনিয়নের ৮৬০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন।

শনিবার (২৯ মার্চ) এই কার্যক্রম পরিচালিত হয়, যা ফাউন্ডেশনের উদ্যোগে এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিমের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

প্রতিটি ঈদ সামগ্রীর ব্যাগে ছিল পোলাউর চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবণ, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও মসল্লা।

ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম প্রথমে সকাল ৯টায় পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এমপি বাড়িতে শুরু হয়, যেখানে ৩১০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ সাইফুল হাসান। উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম বলেন, ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

এরপর, সকাল ১০টায় বুড়িচং ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২য় ভ্যানুতে ৩২০টি অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থাপিত তৃতীয় ভ্যানুতে ২৩০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব বাদরুল হাসান লিটন, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাহমুদা জাহান।

এই কর্মসূচিতে ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট এরশাদুল হক এরশাদ, উপদেষ্টা দেলোয়ার খান, সহ-সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, হালিম খান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদ খাদ্যসামগ্রী বিতরণের এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন অধ্যাপক মোঃ ইউনুস পরিবার, নুর আহমেদ (সিইও, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড), পেনিনসুলা কনসোর্টিয়াম, কর্ণফুলী শিপবিল্ডার্স এবং মিশিগান প্রবাসী কমিউনিটি।

ফাউন্ডেশন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।