আজ শনিবার (১৬ নভেম্বর) কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, আফজল খানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার দুপুর ১২টায় কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে পরিবারের পক্ষ থেকে উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শিক্ষা অনুরাগী কুমিল্লা সদর উপজেলা ও মহানগরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজাল খানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকতে কুমিল্লার সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন আফজল খান কন্যা ও সাবেক সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এবং ছেলে কুমিল্লা চেম্বার অফ কমার্সের সভাপতি ডাঃ আজম খান নোমান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC