বর্তমান প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন। 'ঋতুকামিনী' নামের এই সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। রাজধানীর অদূরে গাজীপুর পূবাইলের গ্রামীণ লোকেশনে চলছে সিনেমার শুটিং।
জানা গেছে, সিনেমার গল্পও গ্রামীণ পটভূমিতে লেখা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন অধরা খান। তার চরিত্র একজন সহজ-সরল গ্রামের মেয়ে। বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
১৬ মে থেকে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ চলছে। আগামী ৫ জুন পর্যন্ত একটানা কাজ চলবে বলে জানিয়েছেন নায়িকা অধরা খান।
অধরা খান এ সিনেমা প্রসঙ্গে বলেন, "সিনেমাটির গল্প দারুণ। আমার চরিত্রেও বেশ ভেরিয়েশন আছে। গ্রামের একেবারেই সহজ সরল একটি মেয়ে। এবারই প্রথম সজল ভাইয়ার বিপরীতে অভিনয় করছি। এটা দারুণ অভিজ্ঞতা। আশা করছি মুক্তির পর সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করবেন।"
এর আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় 'দখিন দুয়ার' নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন অধরা খান। এ ছাড়াও তার হাতে আরও একাধিক সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শুটিংও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC