রবিবার ৩ আগস্ট, ২০২৫

‘অতীতে যারা আমাদের বিরুদ্ধে গর্ত খুঁড়েছে, দিনশেষে তারাই সেখানে পতিত হয়েছে: শিবির সভাপতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, ছাত্রশিবিরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ‌‘অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে—দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে।’

রোববার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ওই পোস্টে লিখেন, ছাত্রশিবিরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে—দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে।

তিনি লিখেন, ২০২৪ সালের ১ আগস্ট, জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। অথচ মাত্র পাঁচ দিনের ব্যবধানে তারাই দেশ ছেড়ে পালিয়েছে এবং জনতার আদালতে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি। এটি বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ যদি নিজের খোঁড়া গর্তে নিজেই পতিত হয়, তার দায় ছাত্রশিবির নেবে না।

শিবির সভাপতি তার পোস্টে আরও লিখেন, আসুন, ছাত্রসমাজ গঠনে পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি। না পারলে চুপ থাকাই ভালো, অথবা রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। উল্লেখ্য, ছাত্রশিবির কাউকে শত্রুর সমতুল্য মনে করে না। হাসবুনাল্লাহ।

আরও পড়ুন