
বাংলাদেশে গ্রিন টি পানকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। গ্রিন টি-এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানার পর অনেকেই এটিকে স্বাস্থ্যকর পানীয় হিসেবে বেছে নিচ্ছেন। তবে অতিরিক্ত গ্রিন টি পান করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
গ্রিন টি পানের অতিরিক্ত মাত্রার ক্ষতিকর প্রভাবগুলো হল:
১) লিভারের বিষাক্ততা।
২) হাড়কে দূবল করা।
৩) নিম্ন পটাসিয়াম স্তর।
৪) রক্তশূন্যতা দেখা দেয়।
৫) ওষুধের মিথস্ক্রিয়া।
৬) অম্বল সৃষ্টি করে।
৭) চোখের সমস্যা হয়।
৮) মাথা ব্যাথা হতে পারে।
৯) নিম্ন রক্তচাপ।
১০) দাঁতকে প্রভাবিত করে।
১১) থাইরয়েড ফাংশনের ক্ষতি।
১২)পুরুষদের বন্ধ্যাত্ব হয়।