নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকায় মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন— নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫)। চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), তার মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১)। একই এলাকার ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহনা (১০)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে চৌরাস্তার উদ্দেশ্যে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা রওনা দেয়। পথিমধ্যে গ্লোব ফ্যাক্টরির সামনে অটোরিকশাটির সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গিয়ে পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের শরীরের ৫ থেকে ৭ শতাংশ পুড়েছে এবং সবাই আশঙ্কামুক্ত। তবে কহিনুর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে তিনি খোঁজ নিয়ে পরবর্তীতে জানাবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC