বছরের শুরুতেই 'ফাইটার' সিনেমার মাধ্যমে শতকোটির ক্লাবে প্রবেশ করেছিল হৃতিক-দীপিকা জুটি। এরপর 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' ছবিটিও এই ক্লাবে স্থান করে নেয়। এবার সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে ঢুকে পড়েছে অজয় দেবগন ও মাধবন অভিনীত 'শয়তান'।
সাকনিল্কের তথ্যমতে, বিকাশ বহেল পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ব্যবসার হিসাবে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। মুক্তির প্রথম দিনে 'শয়তান' ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
এরপর থেকেই বক্স অফিসে দাপটের সাথে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়, বিদেশেও ভালো সাড়া ফেলেছে এই সিনেমা। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’। এটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও অভিনয় করেছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC