প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় এই জুটি। তাদের বন্ধুত্ব থেকে প্রেম তারপরে বিয়ে। হয়েছে দুই সন্তানের বাবা-মা। কিছু হঠাৎ কাজল ক্যামেরার সামনে কেন মনে হলো অজয়কে 'জুতাপেটা' করবেন?
তিন বছর আগে 'কফি উইথ করণ' শো তে এই দম্পতি আসেন। তখন করণ জোহরের শোতে অজয়কে জিজ্ঞেসা করা হয়, কাজলের বিপরীতে কোন অভিনেতা মানানসই?
তখন অজয় উওরে বলেন, সন্তানের ভূমিকায়, না কি সমান্তরাল চরিত্রে?
আর তখনি অজয়ে এমন উওর শুনে রেগে যায় কাজল। কাজল ক্যামেরার তোয়াক্কা না করেই বলে বসেন এবার কিন্তু জুতোপেটা করব।
কিন্তু অজয় এমন কথা শুনে স্রীর উপর বিন্দুমাত্র মেজাজ গরম করেন নি। বরং শান্ত ভাবে সব কিছুর উওর দেন অজয়। কিন্তু কাজলকে থামান করণ এবং বলেন যে এই শোতে এই ধরনের কথা বলা যাবে না।
কাজল এবং অজয়ের বিবাহ হয় ১৯৯৯ সালে। ২০০৩ সালে তাদের প্রথম মেয়ে সন্তান হয়।আর পুএ সন্তান হয় ২০১০ সালে। তারা বলিউডের সফল দম্পতি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC