মে ২১, ২০২৫

বুধবার ২১ মে, ২০২৫

অগ্নিনির্বাপণ মহড়া হাতে-কলমে শিখলেন কুমিল্লার পুলিশ সদস্যরা

Rising Cumilla - Cumilla police members learn firefighting drills firsthand
ছবি: সংগৃহীত

আগুন লাগলে কী করবেন? কীভাবে নিজেকে এবং অন্যদের রক্ষা করবেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর হাতে-কলমে শিখলেন কুমিল্লার পুলিশ সদস্যরা।

গতকাল মঙ্গলবার (২০ মে) কুমিল্লা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া। এই আয়োজনের উদ্দেশ্য ছিল পুলিশ সদস্যদের আগুন নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধি করা।

এই মহড়ায় জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ওয়্যারহাউজ ইন্সপেক্টর দেবব্রত কুমার মণ্ডল উপস্থিত পুলিশ সদস্যদের অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণের পর ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত দল মাঠে বাস্তব মহড়া পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণের অত্যাধুনিক কৌশলগুলো প্রদর্শন করে। এরপর পুলিশ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে মহড়ায় অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণের কৌশলগুলো অনুশীলন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।

এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান গুরুত্বারোপ করে বলেন, “অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। শুধু পুলিশ সদস্যদের জন্য নয়, বরং প্রতিটি নাগরিকেরই আগুন নেভানোর প্রাথমিক জ্ঞান থাকা উচিত।”

তিনি আরও জানান যে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন