বুধবার ২৭ আগস্ট, ২০২৫

৫০০ শিশুর সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বাদশা

বিনোদন ডেস্ক

Badshah
বাদশা। সংগৃহীত ছবি

ভারতের র‌্যাপ তারকা বাদশা তার ৩৮তম জন্মদিনে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া ৫০০ শিশুর সঙ্গে উদযাপন করেছেন।

রবিবার (১৯ নভেম্বর) বাদশা একটি স্কুলে যান এবং বাচ্চাদের জন্য বাড়িতে বানানো ভাত ও রাজমা নিয়ে যান। তিনি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন।

বাচ্চাদের ভরপেট খাইয়ে সেখানেই বিশাল বড় একটি কেক কাটেন বাদশা। এছাড়াও বাদশা স্কুলের উন্নয়নের খাতে আরও ১০ লক্ষ টাকা দান করবেন বলেও জানান।

আরও পড়ুন