সেপ্টেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

৩ বিভাগ সহ দেশের উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণ হতে পারে

Heavy rains may occur in northern parts of the country including 3 divisions
৩ বিভাগ সহ দেশের উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণ হতে পারে। ছবি: সংগৃহীত

আজ দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অন্যত্র মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা পায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।