
আগামী আমন মৌসুমের জন্য সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ৩০ নভেম্বর থেকে।
এবার প্রতি কেজি ধানের জন্য সরকারি দর ধরা হয়েছে ৩৪ টাকা, আতপ চালের জন্য ৪৯ টাকা এবং সিদ্ধ চালের জন্য ৫০ টাকা।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি ঘোষণা অনুযায়ী, এই মৌসুমে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।










