মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

২৫ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ‘লেডি বাইকার’

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Popular 'lady biker' Karen Sofía Quiroz Ramírez dies in road accident at age 25
২৫ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ‘লেডি বাইকার’/ছবি: সংগৃহীত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আমেরিকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ নিহত হয়েছেন। কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কা শহরে এই দুর্ঘটনাটি ঘটে। ‘বাইকারগার্ল’ নামে পরিচিত সোফিয়ার মৃত্যুকালে বয়স ছিল মাত্র ২৫ বছর।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, গত ২৬ নভেম্বর মোটরসাইকেল চালানোর সময় গুরুতর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সোফিয়া।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোটরসাইকেল চালানোর সময় লেন পরিবর্তনের চেষ্টা করলে রামিরেজ দুইটি ট্রাকের মাঝখানে পড়ে যান। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাস্তার এক পাশে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলম্বিয়ার একজন পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস গণমাধ্যমকে জানান, দুটি গাড়ির মাঝ দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন সোফিয়া।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই নিজের মৃত্যুকে ঘিরে একটি চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছিলেন এই ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
‘আমি আশা করছি যেন ক্র্যাশ না করি, কারণ আমি আমার চশমা ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছি।’

ডেইলি মেইলের স্থানীয় প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাইক চালানোর সময় যে চশমা ব্যবহার করতেন সেটি তিনি কিছুদিন আগে হারিয়ে ফেলেছিলেন।

পরিবহন কর্মকর্তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তের মূল লক্ষ্য হলো—এই মর্মান্তিক ঘটনায় অন্য কোনো চালকের দায় আছে কি না, তা নিশ্চিত করা।

আরও পড়ুন