মার্চ ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ মার্চ, ২০২৫

২১ এপ্রিল থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

US-Bangla Airlines
ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই নতুন রুটে ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে, যা যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

সপ্তাহে পাঁচ দিন (সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার) ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে এসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় অবতরণ করবে।

আজ বুধবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব বিক্রয়কেন্দ্রে ঢাকা-রিয়াদ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা থেকে রিয়াদের একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা। রিয়াদ থেকে ঢাকার একমুখী সর্বনিম্ন ভাড়া ৮৪৬ সৌদি রিয়াল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৫৮ সৌদি রিয়াল।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই ফ্লাইট চালু করা হয়েছে। রেমিট্যান্স যোদ্ধারা যেন দ্রুত ও সহজে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে ইউএস-বাংলা সর্বদা সচেষ্ট থাকবে।

টিকেট রিজার্ভেশন ও অন্যান্য তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট www.usbair.com ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

এই নতুন ফ্লাইট চালুর মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের আন্তর্জাতিক রুটের পরিধি আরও বৃদ্ধি করল, যা যাত্রীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।