এবার দীর্ঘ ১২৮ বছর পর ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে ক্রিকেট। ২০২৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য অলিম্পিকের আয়োজকদের কাছে সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (১০ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষ (এলএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশের সঙ্গে ক্রিকেটকেও নতুন খেলা হিসেবে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৪ ও ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় চূড়ান্ত ঘোষণা আসবে।
সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকেই কেবল ক্রিকেট খেলা হয়েছিল। বিশ্বের ১০৮টি দেশ আইসিসি ক্রিকেট কাউন্সিলের সদস্য। এতবড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা না থাকায় অনেকদিন ধরেই চলছিল আলোচনা।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমরা আনন্দিত যে, ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষ। যদিও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো অলিম্পিকে ক্রিকেট দেখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।’