এপ্রিল ২৪, ২০২৫

বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

১০৯ নাটকের অবিশ্বাস্য মাইলফলক ছুঁলেন হিমি!

Rising Cumilla - Jannatul Sumaiya Heme
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি সৃষ্টি করলেন এক নতুন ইতিহাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া এই অভিনেত্রী উপহার দিয়েছেন ১০৯টিরও বেশি নাটক। আর এবার সেই প্রতিটি নাটকই স্পর্শ করলো ১ কোটি ভিউজের আকাশছোঁয়া মাইলফলক!

এই অভূতপূর্ব সাফল্যে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অভিনন্দন বার্তা ও ছবি শেয়ার করেছেন নিলয়। সেই ছবিতে স্পষ্ট লেখা, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’

হিমির এই অসাধারণ কৃতিত্বে তার অগুনতি ভক্ত ও অনুরাগীরা শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠেছে তাদের উষ্ণ অভিনন্দন বার্তায়।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নাট্যাঙ্গনে যাত্রা শুরু করেন জান্নাতুল সুমাইয়া হিমি। এরপর থেকে তিনি নিয়মিতভাবে একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে আসছেন। বিশেষ করে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে তার অভিনীত বহু নাটকই দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে।