জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

হাসপাতালে যেসব খাবার খাচ্ছেন খালেদা জিয়া

Rising Cumilla - Zubaida Rahman-Khaleda Zia
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। হাসপাতালে তিনি পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন বলে জানা গেছে।

গতকল শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও জুবাইদা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন।

এ বিষয়ে তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি।

উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।