জানুয়ারি ১৭, ২০২৫

শুক্রবার ১৭ জানুয়ারি, ২০২৫

হামলায় আহত সাইফ, পরিবারের অন্য সদস্যদের নিয়ে যা বললেন কারিনা কাপুর

Rising Cumilla - Kareena Kapoor-Saif Ali Khan
ছবি: সংগৃহীত

নিজ বাড়িতেই গভীর রাতে অভিনেতা সাইফ আলি খানের ওপর আক্রমণ করা হয়েছে। একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এতে তাদের কোনো ক্ষতি হয়নি।

কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি প্রাথমিকভাবে। সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন কারিনা কাপুর খান।

কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা বাড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।’