জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

হজ করতে সৌদি পৌঁছেছেন ৯২ হাজার যাত্রী, মৃত্যু ১

92 thousand passengers arrived in Saudi for Hajj, 1 death
হজ করতে সৌদি পৌঁছেছেন ৯২ হাজার যাত্রী, মৃত্যু ১। ছবি: সংগৃহীত

এ বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত (১৮ জুন রাত) ৯২ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৮২ হাজার ৭৫৫ জন। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ১২১টি ভিসা ইস্যু করা হয়েছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মারা যাওয়া ২২ জন হজযাত্রীর মধ্যে ১৯ জন পুরুষ ও তিন জন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৩ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস খান (৬৪) ।

গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।