সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

হজের যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাবে আজ প্রথম ফ্লাইট

হজের যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাবে আজ প্রথম ফ্লাইট
হজের যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাবে আজ প্রথম ফ্লাইট।ওমর নাবিল/এপি

দেশ থেকে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে শনিবার (২০ মে) দিবাগত রাত পৌনে তিনটায়। দিবাগত রাত পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

শুক্রবার (১৯ মে) থেকে হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

এদিকে, শনিবার শুরু হতে যাওয়া হজ ফ্লাইট উপলক্ষে রাত ১২ টায় বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। প্রথম ফ্লাইটে কতোজন হজযাত্রী তা এখনো জানা যায়নি। তবে জানা গেছে ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

জানা যায়, এ বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে।

এর আগে শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০২৩’ এর উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে, এ বছর প্রথমবারের মতো প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। ৯ দফা সময় বাড়িয়েও পূরণ হয়নি এ বছরের হজের কোটা। তাই বাধ্য হয়েই প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।