নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেলে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিকেল তিনটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। দুই মাসের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে আবারও হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
প্রতি মাসে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এ ছাড়া মেডিকেল বোর্ড তার কিছু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। সে পরামর্শ অনুযায়ী হাসপাতালে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে। বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর একই বছরের জুন পর্যন্ত তাকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।