ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

স্ত্রী আয়েশার সঙ্গে ধাওয়ানের বিচ্ছেদ! তবে কেন ভাঙল অসুখী দাম্পত্য?

Shikhar Dhawan and Ayesha Mukherjee
ক্রিকেটার শিখর ধাওয়ান ও তার প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জি | ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার শিখর ধাওয়ান গতকাল ৩৮ বছর বয়সে পা রাখলেন। ১৯৮৫ সালের ৫ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একাধিক রেকর্ড কায়েম করলেও পারিবারিক জীবনে স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে শিখর ধাওয়ানের সম্পর্ক বিচ্ছেদ হয়। তবে কেন এই  বিচ্ছেদ হল এক প্রতিবেদনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এইসময় এ খবর জানিয়েছে।

এর আগে ২০২১ সালে ইনস্টাগ্রাম পোস্টে ধাওয়ানের সঙ্গে আয়েশা বিচ্ছেদের কথা জানান। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, ‘কিছু শব্দ কত শক্তিশালী এবং প্রাসঙ্গিক হতে পারে। প্রথমবার বিচ্ছেদের সময় খুব ভীত ছিলাম। মনে হচ্ছিল, আমি ব্যর্থ হয়েছি এবং ভুল কিছু করেছি সে সময়। নিজেকে স্বার্থপর মনে হচ্ছিল। এখন ভেবে দেখুন, দ্বিতীয়বার একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলো।’

কীভাবে হয়েছিল শিখর এবং আয়েশার ‘প্রথম দেখা’?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমেই শিখর ধাওয়ান এবং আয়েশা মুখার্জির প্রথম সাক্ষাৎ হয়েছিল। তাঁদের দুজনের মধ্যে ‘ঘটক’ হিসেবে কাজ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিং। আয়েশা শিখরের থেকে ১০ বছরের বড়। কিন্তু, ওই যে সবাই বলে না, প্রেম পড়লে বয়স কখনই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর সেই নজিরই গড়তে চেয়েছিলেন শিখর। ২০০৯ সালে আয়েশা মুখার্জির সঙ্গে আংটি বদল করেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ওপেনার। এরপর ২০১২ সালে তাঁরা বিয়েও করে ফেলেন। এটা আয়েশা মুখোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম পক্ষের দুই কন্যাসন্তানও তাঁর রয়েছে।

ক্রিকেটার শিখর ধাওয়ান ও তার প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জি | ফাইল ছবি

২০১৪ সালে আয়েশা এক পুত্রসন্তানের জন্ম দেন। নাম জোরাবর। প্রায় ৯ বছর একসঙ্গে ঘর সংসার করার পর শিখর এবং আয়েশা একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিমধ্যেই আইনি পথে তাঁদের বৈবাহিক বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শিখরের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জির জন্ম ভারতে হলেও, পরে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। আয়েশা একজন কিক-বক্সার। তাঁর বাবা বাঙালি হলেও, মা ব্রিটেনের নাগরিক।

কেন ভাঙল শিখর-আয়েশার ‘দাম্পত্য’ জীবন?

বিবাহ বিচ্ছেদের আগে শিখর ধাওয়ান এবং আয়েশা মুখার্জির মধ্যে পারিবারিক ঝামেলার খবর মাঝেমধ্যেই শুনতে পাওয়া যেত। অবশেষে একটি ইনস্টাগ্রাম পোস্টে তাঁরা এই বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর এই বিচ্ছেদের কারণ হল আয়েশার প্রথম বিয়ে। আয়েশা তাঁর প্রাক্তন স্বামীকে কথা দিয়েছিলেন যে তিনি মেয়েদের খেয়াল রাখতে পারবেন। আর অস্ট্রেলিয়া ছেড়ে যাবেন না কোথাও। এরপর তিনি ধাওয়ানকে কথা দেন যে তিনি এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গেই থাকবেন। বিয়ের পর তিনি ছেলে জোরাবর এবং দুই মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়াতেই থাকতেন। আর এই কারণেই দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে।

ক্রিকেটার শিখর ধাওয়ান ও তার প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জি | ফাইল ছবি

আদালতে আয়েশা জানিয়েছেন, তিনি আদতে ভারতেই থাকতে চেয়েছিলেন। কিন্তু, প্রাক্তন স্বামীকে দেওয়া প্রতিশ্রুতির কারণে তাঁকে অস্ট্রেলিয়ায় থাকতে হচ্ছে। তিনি বসবাসের জন্য ভারতে আসতে পারবেন না।