
জীবনের শেষ সময়ে বাবার (পালক) পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়া মনিকে জীবন থেকে বয়কট করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সঙ্গে অভিযোগ এনেছেন স্ত্রীর বিরুদ্ধেও।
মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুর রাজ্জাক।
হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম।’’
বয়কটের কারণ হিসেবে হিরো আলম উল্লেখ করেন, তার বাবা যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, সেই কঠিন সময়ে রিয়া মনি তার পাশে ছিলেন না। শুধু তাই নয়, পরিবারের অন্য কোনো সদস্যকেও হাসপাতালে দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন।
প্রসঙ্গত, হিরো আলম পূর্বে রিয়া মনিকে নিয়ে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর তিনি তার দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে তালাক দিয়ে রিয়া মনিকে বিয়ে করেন। বিয়ের পর তারা একসঙ্গে কনটেন্ট তৈরি করতেন।