ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

সুষ্ঠু নির্বাচন হচ্ছে, অনিয়ম হলে ব্যবস্থা: ইসি আলমগীর

সুষ্ঠু নির্বাচন হচ্ছে, অনিয়ম হলে ব্যবস্থা: ইসি আলমগীর
সুষ্ঠু নির্বাচন হচ্ছে, অনিয়ম হলে ব্যবস্থা: ইসি আলমগীর। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, মোট ৪ হাজার ৪শ ৩৫ টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিকভাবে এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের পরিবেশ ভালো। শৃঙ্খলার সঙ্গে ভোট চলছে। কোথাও বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

এছাড়াও ১৮ টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ৪৬৬ টি সিসি ক্যামেরায় ৪৬৬ টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করছে ইসি। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেট হয়ে ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে সবগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে।

মেয়র প্রার্থী জায়েদার এজেন্টদের অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব। তারপরও আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। কোনো এজেন্ট না এলে আমাদের তো কিছু করার থাকে না। ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদী তিনি।

মার্কিন ভিসা সংক্রান্ত নতুন নিয়ম বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে ইসি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা আন্তরাষ্ট্রীয় ব্যাপার। আমাদের দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন করা। আমরা তার সবই করব।