জানুয়ারি ৫, ২০২৫

রবিবার ৫ জানুয়ারি, ২০২৫

সুইট মোমেন্টস’ নাটক নিয়ে আসছে অপূর্ব-মাহি

Apurba-Mahi is bringing the drama Sweet Moments
সুইট মোমেন্টস’ নাটক নিয়ে আসছে অপূর্ব-মাহি। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় ‘সুইট মোমেন্টস’-এ পর্দা মাতাবেন এই জুটি।

সাখাওয়াত হোসেনের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন এই দুই তারকা। অনেক নাটকে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সামিরা খান মাহি।

নাটকে দেখা যাবে, অনিক ব্যাচেলর, একলা থাকে বাসায়। বাড়িওয়ালা জোবেদ আলি কোনো ব্যাচেলর ভাড়া দেন না। কিন্তু ভাড়া চাইতে আসা অনিকের আচার আচরণে বেশ ভালো লেগে যায় তার। তাই তাকে বিশ্বাস করে বাড়ি ভাড়া দেন।এভাবেই এগোতে থাকে অপূর্ব-মাহির ‘সুইট মোমেন্টস’র গল্প।

ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে অপূর্ব-মাহি অভিনীত ‘সুইট মোমেন্টস’।