এপ্রিল ১৯, ২০২৫

শনিবার ১৯ এপ্রিল, ২০২৫

সারাদেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার, স্বল্পমূল্যে কেনা যাবে ২৫০ ধরনের ওষুধ

Rising Cumilla - Pharmacy
ছবি: সংগৃহীত

দেশব্যাপী স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গুণগত ও মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে সরকারি ফার্মেসি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে এই ফার্মেসি স্থাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

অধ্যাপক সায়েদুর রহমান জানান, এই সরকারি ফার্মেসিগুলোতে বহুল ব্যবহৃত প্রায় ২৫০ ধরনের ওষুধ বাজার মূল্যের তুলনায় তিন ভাগের এক ভাগ দামে বিক্রি করা হবে। একইসাথে ওষুধের গুণগত মানও সর্বোচ্চ নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকলেও এতদিন কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস ছিল না। এই সরকারি ফার্মেসি চালুর মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের সকল সরকারি হাসপাতাল এবং ক্লিনিকে এই ফার্মেসি স্থাপন করা হবে।”

অধ্যাপক সায়েদুর রহমান এই উদ্যোগকে সাধারণ মানুষের জন্য এক বিশাল উপকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়া। সরকারি ফার্মেসি চালু হলে প্রায় ৮৫ শতাংশ রোগীর চিকিৎসা এর মাধ্যমেই সম্ভব হবে, যা নিঃসন্দেহে স্বাস্থ্যখাতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে।”

তবে এই মহৎ উদ্যোগের সফল বাস্তবায়নে ওষুধ চুরি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই প্রসঙ্গে অধ্যাপক সায়েদুর রহমান জানান, ওষুধ চুরি রোধে ইতিমধ্যেই ডিজিটাল ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতে বিরাজমান বিশাল চাপ এবং ওষুধের আকাশছোঁয়া দামের কারণে বহু রোগী তাদের চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারের এই নতুন ফার্মেসি ব্যবস্থা একটি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষজনও সহজে মানসম্পন্ন চিকিৎসা সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।