
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই দ্বিতীয় বিয়ে করলেন। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শোয়েব।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’
অনেক মাস ধরেই সানিয়া এবং শোয়েবের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শোয়েবের সব ছবি মুছে ফেলেন সানিয়া। একটি মাত্র ছবি রয়েছে সেখানে। এতে সানিয়া এবং শোয়েবের সঙ্গে তাদের ছেলে ইজহান রয়েছেন।
সেই ছবির ক্যাপশনে শোয়েবের নামও উল্লেখ নেই। ইজহানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন এই ভারতীয় টেনিস তারকা।
সানিয়া মির্জা ও শোয়েব মালিক ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালের অক্টোবরে তাদের কোলে আসে প্রথম সন্তান ইজহান।