দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে চলছে নানামুখী আলোচনা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে পোশাককর্মী রুবেল নিহত হলে বৃহস্পতিবার তার বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব।
সাকিবের বিরুদ্ধে এই মামলা করার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন জাতীয় দল এবং এর বাইরে থাকা ক্রিকেটাররা। তারা মনে করছেন, মানুষকে অযথা ফাঁসিয়ে দেওয়ার এই মানসিকতা পরিবর্তন না করলে এত এত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যাবে। এবার প্রতিবাদীদের তালিকায় নাম লেখালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শান্ত লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’
উল্লেখ্য, মামলার চাপ মাথায় নিয়েও রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। গতকাল রবিবার ম্যাচের শেষ দিনে তিন উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।