মে ২৯, ২০২৫

বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫

সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের Triptych নামে একটি দল “Public Key Infrastructure Summit 2025 – PKI Hackathon” এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের “Control of Certifying Authority” এর আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান।

আজ (২৬ মে ২০২৫) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “এ প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অর্জনে আনন্দিত।”

তিনি আরো বলেন, “এই অর্জন আমাদের গর্বিত করেছে। শিক্ষার্থীদের এই প্রতিভা প্রমাণ করে তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম এবং আগামীর ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।”

পাশাপাশি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সাইবার সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই অর্জন বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। যুগ যুগ ধরে জাবির এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এই কামনা করি।

আরও পড়ুন