শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫

সরাইলে বীর নিবাস নির্মাণে অনিয়ম; কাজ বন্ধের নির্দেশ ইউএনও’র

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla -Irregularities in construction of Bir Niwas in Sarai; UNO orders stoppage of work
সরাইলে বীর নিবাস নির্মাণে অনিয়ম; কাজ বন্ধের নির্দেশ ইউএনও'র/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়মের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নির্মিত দু’টি বীর নিবাসের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে এ নির্দেশ প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার।

জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরের বাস্তবায়িত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণ প্রকল্পের আওতা’র এ কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রেনু বিল্ডার্স, সদর, ব্রাহ্মণবাড়িয়া।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার বলেন, ছাদের রডের প্লেসমেন্ট অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী না করায় এবং অনিয়ম থাকায় তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাজ বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন