ডিসেম্বর ২২, ২০২৪

রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪

সম্পর্ককে ‘পুনরায় শক্তিশালী’ করতে সম্মত ইইউ-তুরস্ক

EU-Türkiye agree to 're-strengthen' ties
সম্পর্ককে ‘পুনরায় শক্তিশালী’ করতে সম্মত ইইউ-তুরস্ক। ছবি: সংগৃহীত

তুরস্কের নেতা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ফিরে পাওয়ার আলোচনায় দাবি করার পর সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘনিষ্ঠ সহযোগিতার জন্য সম্মত হয়েছেন।

আঙ্কারার ইইউ উচ্চাকাক্সক্ষার পুনরুজ্জীবন ছাড়া জোটে যোগদানের জন্য তুরস্ক সুইডেনের বিড অনুমোদন করবে না ঘোষণা করার পরে ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এই জুটি ভিলনিয়াসে মিলিত হন। খবর এএফপি’র।

এক টুইটার বার্তায় মিশেল বৈঠকটিকে একটি ‘ফলপ্রসু বৈঠক’ বলে স্বাগত জানিয়ে বলেছেন, তারা ‘ইইউ-তুরস্কের সহযোগিতাকে সামনের দিকে ফিরিয়ে আনার এবং আমাদের সম্পর্ককে পুনরায় শক্তিশালী করার জন্য সামনের সুযোগগুলো অনুসন্ধান করেছে।’