রবিবার ২৪ আগস্ট, ২০২৫

সমাবেশ রুখতে কালো পতাকা মিছিল, জবাবে মাঠ ভরালেন রুমিন ফারহানা

শরিফুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিতর্ক, বিরোধ ও প্রতিবাদের মাঝেও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে অনুষ্ঠিত হলো বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচির জনসমাবেশ।

শনিবার (২৮ জুন) বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

এই সমাবেশকে কেন্দ্র করে সম্প্রতি চুন্টা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় চরম অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধ। সমাবেশের আগে শুক্রবার (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) সকালে স্থানীয় নেতাকর্মীরা কালো পতাকা মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে একচেটিয়াভাবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়াও, আয়োজকদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কিছু সুবিধাভোগীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তবে সকল প্রতিবাদ ও প্রতিহতের হুমকি উপেক্ষা করে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় স্থানীয় বিএনপির আলোচিত এই সমাবেশ। সমাবেশস্থলে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, যা একসময় রূপ নেয় জনস্রোতে। পাল্টে যায় পরিস্থিতির দৃশ্যপট।

সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকায় ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কার’ রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এ. বি. এম. মোমিনু্ল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন