সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক
সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক । ছবি: সংগৃহীত

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদ‌স‌্য রেবেকা মমিনের মৃত‌্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। 

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রেবেকা মমিন আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।

মরহুমার জানাযার নামাজ ঢাকায় আজ সকাল ১০টায় ধানমন্ডি ৩ নাম্বার রোডস্থ বায়তুল আমান মসজিদে এবং বিকাল ৬ টায় মোহনগঞ্জ কাজিয়াটির নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।