জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

শ্রীলঙ্কার র‍্যাপ কুইন যখন সাকিবের ভক্ত

While the Sri Lankan rap queen is a fan of Shakib
শ্রীলঙ্কার র‍্যাপ কুইন যখন সাকিবের ভক্ত। ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব আল হাসান। এলপিএলের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুবাদে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলেছে ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানির।

সেই সুবাধে সাকিব আল হাসানের কাছাকাছি আসারও সুযোগ পেয়েছিলেন এই গায়িকা। আর সুযোগ পেয়েই বাংলাদেশি সুপারস্টারের সাথে ছবি তুলেছেন এই লঙ্কান গায়িকা। আর সেই ছবি তিনি শেয়ার করেছেন নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে।

এলপিএলে অংশ নেওয়া ক্রিকেটার, ধারাভাষ্যকার, কোচদের সাথে ‘সাইনিং চ্যালেঞ্জ’ নামের একটি ইভেন্টে অংশ নিচ্ছেন ইয়োহানি।

তা ছাড়া ‘সিংগিং চ্যালেঞ্জ’ নামের একটি গেম শোতে সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন ইয়োহানি। তবে সাকিব কী গান গেয়েছেন, সেটা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ইয়োহানির পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করা এই তরুণী গানের পাশাপাশি লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। তার বাবা সেনা কর্মকর্তা এবং মা বিমানবালা। ইয়োহানি তার দেশ শ্রীলঙ্কায় ‘র‍্যাপ কুইন’ নামে পরিচিত। গান গাওয়ার পাশাপাশি তিনি সুর ও সংগীত পরিচালনাও করে থাকেন।