জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

মধ্যরাতে পার্টিতে শ্রাবন্তী, ১ মিনিটের ভিডিও ভাইরাল

Srabanti Chatterjee
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাজের উদ্দেশ্যে মুম্বাইয়ে গিয়ে একটি পার্টিতে দারুণ সময় কাটিয়েছেন।তখনি ওই পার্টিতে তার ১ মিনিটের নাচের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাতের পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে খোশমেজাজে রয়েছেন অভিনেত্রী।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমার কাজের জন্য মুম্বাইয়ে যান শ্রাবন্তী। কাজ সেরে আবার কলকাতায় ফিরেছেন। শহরে ফেরার পরও তার ব্যস্ততা আগের মতোই আছে। কলকাতার ব্যস্ততার মধ্যেই আবার শুটিংয়ের কাজে আগরতলায় উড়ে যাবেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

পূজার আগে টালিউড নায়িকার ব্যস্ততা যে তুঙ্গে, তা বোঝা যাচ্ছে। দেবী চৌধুরানী সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী। সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য ওই সময়ের ভাষা ও কথা বলার ধরন শিখতে হচ্ছে তার। সূত্র: সংবাদ প্রতিদিন