
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে আর খেলবেন না ফরচুন বরিশালের পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিক।
বিপিএলের ঢাকা পর্ব শেষ করে দুবাই যান মালিক। সিলেট পর্বে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো তার।
কিন্তু চলতি বিপিএলে মালিক আর খেলবেন না বলে নিশ্চিত করেছে বরিশাল। বিবৃতিতে বরিশাল জানিয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’
এবারের বিপিএলে বরিশালের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলেছেন মালিক। ব্যাট হাতে ২৯ রান ও বল হাতে ২ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।
এদিকে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শ্রীলংকার মাটিতে তিন ফরম্যাটের সিরিজের জন্য আফগানিস্তানের হয়ে খেলতে গতকাল ঢাকা ছাড়েন বরিশালের ইব্রাহিম জাদরান। বরিশালের হয়ে ২ ম্যাচ খেলে ২৩ রান করেছেন ইব্রাহিম।
মালিক ও ইব্রাহিমের পরিবর্তে আগামীকাল দলের সাথে যোগ দিবেন পাকিস্তানের দুই ক্রিকেটার আহমাদ শেহজাদ ও আকিফ জাভেদ।