জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

শুভশ্রীর ৪০ সেকেন্ডের জিম ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

শুভশ্রীর ৪০ সেকেন্ডের জিম ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়
শুভশ্রীর ৪০ সেকেন্ডের জিম ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়। ছবি: সংগৃহীত

সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে নেতিবাচক বক্তব্য।

ভিডিওতে দেখা যাচ্ছে আট মাসের গর্ভাবস্থাতেও জিম করছেন শুভশ্রী। ভিডিওটি শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। সঙ্গে লিখেছিলেন, কোনও অজুহাতই নেই। আট মাসের গর্ভবতী। উপভোগ করছি। এই জীবন বড়ই সুন্দর।

এদিকে এর পরেই শুরু হয় সমালোচনার ঝড়। কমেন্ট আসতে থাকে, মা হিসেবে শুভশ্রী নাকি একেবারেই অযোগ্য।একজন লেখেন, সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভাল ছিল।

এমন হাজারো নেতিবাচক মন্তব্যের তীরে শুভশ্রী চুপ থাকলেও একটি কবিতা পাঠ করেছেন জনপ্রিয় আবৃত্তিকার পারোমিতা। এই কবিতার মূল বক্তব্য তিনি বলেন, “মেয়েরাই মেয়েদের জাজ করে”।

যেভাবে শুভশ্রী সমালোচিত হচ্ছেন, তা নিয়েই এই কবিতার মাধ্যমে প্রতিবাদ করেন পারোমিতা। সন্তানের ভাল কীসে হবে তা যে একজন মা-ই সবচেয়ে ভাল বুঝতে পারেন, সেই বক্তব্যই ছিল ওই কবিতায়।