
সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এড. এম এ মান্নানের নেতৃত্বে ঘরে ঘরে মা-বোনদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত জনগনের মুক্তির সনদ ৩১ দফা পৌঁছে দিতে কাজ করছেন উপজেলা মহিলা দল ও তাদের অঙ্গ-সংগঠনের নারী নেতাকর্মীরা।
এড. এম এ মান্নান নির্দেশনা পাওয়ার থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সেমিনারে ৩১ দফা দাবির গুরুত্ব তোলে ধরার পাশাপাশি একই সঙ্গে উপজেলার প্রতিটি ওয়ার্ডে নারী নেতাকর্মীদের ঘরে ঘরে লিফলেট পৌঁছানোতে নেতৃত্ব দিচেছন।
এড. এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫, নবীনগর আসন থেকে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষ প্রতিকের একজন মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় এমপি পদ প্রার্থী।
এড. এম এ মান্নান বলেন, শুধু ফটোসেশনের জন্য যাতে লিফলেট বিতরণ না হয়, মানুষকে ঝুঝান। মানুষ যাতে করে জনগনের মুক্তির সনদ ৩১ দফা দাবির গুরুত্ব বুঝতে পারে। কেউ যাতে শুধু ফটোসেশান না করে।