শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

শুধু ফটোসেশনের জন্য যাতে লিফলেট বিতরণ না হয়, মানুষকে বুঝান-এড. এম এ মান্নান

Rising Cumilla -Explain to people that leaflets should not be distributed just for photo sessions - Ed. M. A. Mannan
শুধু ফটোসেশনের জন্য যাতে লিফলেট বিতরণ না হয়, মানুষকে বুঝান-এড. এম এ মান্নান/ছবি: প্রতিনিধি

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এড. এম এ মান্নানের নেতৃত্বে ঘরে ঘরে মা-বোনদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত জনগনের মুক্তির সনদ ৩১ দফা পৌঁছে দিতে কাজ করছেন উপজেলা মহিলা দল ও তাদের ‍অঙ্গ-সংগঠনের নারী নেতাকর্মীরা।

এড. এম এ মান্নান নির্দেশনা পাওয়ার থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সেমিনারে ৩১ দফা দাবির গুরুত্ব তোলে ধরার পাশাপাশি একই সঙ্গে উপজেলার প্রতিটি ওয়ার্ডে নারী নেতাকর্মীদের ঘরে ঘরে লিফলেট পৌঁছানোতে নেতৃত্ব দিচেছন।

এড. এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫, নবীনগর আসন থেকে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষ প্রতিকের একজন মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় এমপি পদ প্রার্থী।

এড. এম এ মান্নান বলেন, শুধু ফটোসেশনের জন্য যাতে লিফলেট বিতরণ না হয়, মানুষকে ঝুঝান। মানুষ যাতে করে জনগনের ‍মুক্তির সনদ ৩১ দফা দাবির গুরুত্ব বুঝতে পারে। কেউ যাতে শুধু ফটোসেশান না করে।

আরও পড়ুন