অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয় পাশাপাশি ছবি আঁকতে পছন্দ করেন। এমনকি অভ্যাসটা এখনও ধরে রেখেছেন। শখের বশে তার আঁকাআঁকি শুরু। সময় পেলে ক্রিয়েটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখতেই এগুলো করেন তিনি।
নতুন সিনেমা ‘এক্সকিউজ মি’র শুটিং শুরু করেছেন। রায়হান খান পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন জিয়াউল রোশান। ছবিতে পায়েল চরিত্রে দেখা যাবে ভাবনাকে।
চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘এখন শুধু এতোটুকুই বলতে পারি, আমার অভিনীত অন্য সিনেমার থেকে চরিত্রটি আলাদা হবে। নতুন আমাকে খুঁজে পাবেন দর্শক। যদিও আমার অভিনীত সিনেমার চরিত্রগুলো একটার সঙ্গে অন্যটার মিল নেই।’
শুধু ছবির কাজেই নিজেকে ব্যস্ত রাখেননি ভাবনা। এরমাঝে এঁকে ফেলেছেন দুটি ছবিও। তার কথায়, ‘এই সিনেমার শুটিংয়ের মাঝেও বাসায় ফিরে ২টি ছবি এঁকেছি। নিজেকে ব্যস্ত রাখতেই ক্রিয়েটিভ কাজগুলো করি।’