ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

শিশুদের নিয়ে বেড়াতে যাচ্ছেন? জেনে নিন কম খরচে ভ্রমণের টিপস!

RisingCumilla - Family Vacation
প্রতীকী ছবি/পেক্সেলস

শীতের এই মধুর সময়ে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু শিশুদের নিয়ে বেড়াতে যাওয়া মানে বাড়তি খরচের বোঝা, এটা সত্যি। তবে একটু কৌশলী হলেই কম খরচেও শিশুদের নিয়ে মজার ভ্রমণ করা সম্ভব।

আসুন জেনে নিই কীভাবে:

প্রতিদিনের খরচ কমান, ভ্রমণের জন্য জমান: ভ্রমণের পরিকল্পনা করার সাথে সাথে প্রতিদিনের খরচ কমানো শুরু করুন। বাইরে খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। বেঁচে যাওয়া অর্থ ভ্রমণের ফান্ডে যোগ করুন।

বাস্তবসম্মত বাজেট: বেড়ানোর আগে একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করুন। শিশুদের সাথে ভ্রমণে হঠাৎ করে অতিরিক্ত খরচ হতে পারে, সেজন্য একটু বাড়তি টাকা রাখুন।

অফপিকে ভ্রমণ: টুরিস্ট কম যখন, তখন ভ্রমণ করুন। এই সময় হোটেল ও পরিবহনের ভাড়া কম থাকে। তবে আবহাওয়া ভালো থাকবে, সেদিকে খেয়াল রাখুন।

প্রয়োজনীয় মালামাল বহন করুন: শিশুদের জন্য দিন অনুযায়ী পোশাক ও ওষুধ ব্যাগে রাখুন। অতিরিক্ত জিনিসপত্র নিয়ে ভ্রমণ করলে বিমানের নিয়ম অনুযায়ী বাড়তি টাকা দিতে হতে পারে।

সূত্র: কি দা ড্রিম