বৃহস্পতিবার ৩০ অক্টোবর, ২০২৫

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ফেনী সিভিল সার্জন কার্যালয়ের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ফেনীতে সিভিল সার্জন কার্যালয়ের বিশেষ উদ্যোগ

ফেনী জেলার সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং সরকারি জিয়া মহিলা কলেজ কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার (২৮ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও স্বাস্থ্য শিক্ষা সেশন সফলভাবে পরিচালিত হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় দুই শত (২০০) শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

পাশাপাশি, ক্যাম্পটিতে দুই জন (২) সম্মানিত গাইনি কনসালটেন্ট বিশেষজ্ঞ চিকিৎসক শতাধিক (১০০+) ছাত্রীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সেবা পেয়ে শিক্ষার্থীরা ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ লাভের সুযোগ পায়।

কর্মসূচির অন্যতম অংশ ছিল স্বাস্থ্য শিক্ষা সেশন। কলেজ অডিটোরিয়ামে উপস্থিত শতাধিক শিক্ষার্থী এই সেশনে যোগ দেন। সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রস্তুতকৃত একটি তথ্যবহুল প্রেজেন্টেশন এই সেশনে দেখানো হয়।

উক্ত প্রেজেন্টেশনে কিশোরীদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

উক্ত স্বাস্থ্য শিক্ষা সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি জিয়া মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম মহোদয়।

এছাড়াও, এই উদ্যোগের সফল বাস্তবায়নে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিনব্যাপী এই কর্মসূচিটি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন