
টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে পরিচালিত এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এই বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। একই সাথে, থানা-উপজেলা এবং জেলার সকল কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাউশি থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাউশি’র নির্দেশনা অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা গ্রহণ করতে পারবে। অন্যদিকে, যারা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই, সেই ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা তাদের নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।
ক্যাম্পেইন সফল করতে যেসব গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হলো:
- উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদেরকে এই টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা করার নির্দেশ দেবেন। একই সাথে, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণার জন্য জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে এই সংক্রান্ত চিঠি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
- সহকারী উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ তাদের নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়গুলোতে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।
- জেলা, উপজেলা ও থানার সকল কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন বিদ্যালয়ের কার্যক্রমের নিবিড় পরিবীক্ষণ করতে হবে।
- শিক্ষকরা যাতে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নিতে পারেন, প্রধান শিক্ষকরা তা নিশ্চিত করবেন। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষককে এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে।
- টাইফয়েড টিকাদান সফল করতে শিক্ষকরা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউট বা শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করার বিষয়গুলো নিশ্চিত করবেন।
- দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা, তা তদারকি করবেন।
- এই কার্যক্রম বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।